নিজেকে সুন্দর দেখাতে কে না চায়!তবে সৌন্দর্য ধরে রাখতে দরকার নিয়মিত রূপের যত্ন বা রূপচর্চা। কিন্তু রূপের চর্চা করতে গিয়ে পকেট থেকে অনেক টাকাই বেরিয়ে যায়। কিন্তু পকেট বাঁচিয়ে রূপের যত্নও করা যায়। আজ সেই উপায়ই বাতলে দিচ্ছে অর্থসূচক। জেনে নিন ঘরের কিছু জিনিস দিয়েই কেমনে করবে রূপচর্চা…
আটা
১. রান্নাঘরের আটা আপনার ত্বক পরিচর্যায় উপাদান হতে পারে। আটা সব ত্বকের জন্যেই উপযুক্ত। ১ টেবিল চামচ আটার সঙ্গে কাঁচা দুধ, একটু কাঁচা হলুদ বাটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলবেন। কয়েকদিন পরেই পার্থক্য বুঝতে পারবেন।
২. এছাড়া আটা পানিতে মিশিয়ে ফুটিয়ে পেস্টের মতো করে মুখে লাগালে মুখের ছিট ছিট তিলের দাগ অনেক হালকা হয়ে যায়।
৩. বেসনের মতো মুখ পরিষ্কার করতে আটা সাহায্য করে।
হলুদ
রূপচর্চায় হলুদের জুরি মেলা ভার। অনেক আধুনিক ফেসপ্যাক কাঁচা হলুদ দিয়ে তৈরি করা হয়। হলুদ লোমনাশক, নিয়মিত মাখলে শরীরের লোম বাড়ে না। এতে ওয়াক্সিং-এর কাজ হয় ভালো। আগেকার দিনে মা-ঠাকুমারা কাঁচা হলুদ বাটার সাথে নিম পাতা বেটে বড়ি বানিয়ে রোদে শুকিয়ে রাখতেন। তারপর প্রতিদিন বাসি পেটে খেতেন। এতে পেটের দোষ হতো না, লিভার ভালো থাকতো। এতে মুখে লিভার স্পট পড়ে না। কাঁচা হলুদ আখের গুড়ের সাথে খালি পেটে খেলে রক্ত পরিশোধিত হয় ফলে ব্রণ হয় না। এছাড়া ফর্সা হতে চাইলে দুধের সরের সঙ্গে কাঁচা হলুদ মাখতেই পারেন।
খাবার সোডা
আলু


0 comments:
Post a Comment