রেসিপি

আলুর স্যান্ডউইচ

উপকরণ 

আলু সেদ্ধ ২টি
সয়াবিন তেল ১ টেবিল চামচ
গোল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
আদা বাটা ১/২ চা চামচ
পেঁয়াজ ১টি ছোট (কুচি করা)
লবণ পরিমাণ মতো
টমেটো সস
ধনিয়া পাতা কুচি

প্রস্তুত প্রণালী 

প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিন। এরপর আলুর সাথে টমেটো সস ছাড়া সব উপকরণ মাখিয়ে নিন।
একটি পাত্রে তেল গরম করে আলুর মিশ্রণটাকে কিছুক্ষণ ভেজে নিন। পাউরুটি টোস্টারে টোস্ট করে নিন অথবা রুটি ভাজার তাওয়ায় হালকা সেঁকে টোস্ট করে নিন। এরপর পাউরুটিগুলোকে মাঝে কেটে নিন কোণাকুণি করে। পাউরুটির মাঝে টমেটো সস লাগিয়ে নিন। এরপর আলুর মিশ্রণটি পাউরুটির একটি টুকরাতে একটু পুরু করে লাগিয়ে উপরে পাউরুটির অপর টুকরাটি বসিয়ে দিন। ব্যাস হয়ে গেলো মজাদার আলুর স্যান্ডউইচ। বিকেল বেলা গরম চায়ের সাথে পরিবেশন করুন মজাদার ভিন্নধর্মী এই নাস্তাটি।

About riaz morshed

0 comments:

Post a Comment

Powered by Blogger.